 
                                            
                                                                                            
                                        
পিরোজপুরের ইন্দুরকানীতে এক নারীকে এক মিনিটের ব্যবধানে দুটি বুস্টার ডোজ প্রয়োগ করার অভিযোগ ওঠেছে। এর পরই ওই নারী অসুস্থ হয়ে পড়েন।সোমবার দুপুরে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
মাহামুদা বেগম (৫০) জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুস্টার ডোজ নিতে গেলে কর্তব্যরত নার্স মুক্তা আক্তার আমাকে একই সময় দুটি ডোজ প্রয়োগ করে। প্রতিবাদ করলে তিনি বলেন, তাতে কোনো সমস্যা নেই। পরে আমি বাড়িতে গেলে অসুস্থ হয়ে পড়ি।
কর্তব্যরত নার্স মুক্তা আক্তার জানান, প্রথমে টিকা দেওয়ার সময় কাপড়ের কারণে দিতে না পেরে ২য় বার ডোজ প্রয়োগ করি। আমরা একটি ডোজই দিয়েছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায় জানান, এ ধরনের ঘটনা ঘটার কথা নয়।