ভাত রান্না করতে গিয়ে চুলার আগুনে অগ্নিদগ্ধ হয়ে শেফালী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহতের ননদ কাজল বেগম জানান, ১৩ দিন আগে ফজরের নামাজের পর রান্নাঘরে যান শেফালী বেগম। ভাত রান্না করার সময় চুলার পাশেই ছিলেন তিনি। সেই সময় অসাবধানতাবশত শেফালী বেগমের পরিহিত কাপড়ে আগুন লেগে যায়। এতে তার শরীরের নিচের অংশ দগ্ধ হয়। তার চিৎকারে বাড়ির লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের ওয়ার্ডমাস্টার আবুল কালাম জানান, শেফালী বেগমের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শুক্রবার আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।