 
                                            
                                                                                            
                                        
পাবনার চাটমোহর পৌর এলাকার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে জরুরি অবতরণের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এসময় পাইলট ও যাত্রীসহ চারজন আহত হয়েছেন।রোববার বিকেল পৌনে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি স্কয়ার গ্রুপের বলে জানা গেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এসএম আহসান হাবিব এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া হেলিকপ্টারটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চাটমোহর পল্লীবিদ্যুৎ সমিতির সামনের একটি ধানের খোলায় জরুরি অবতরণের চেষ্টা করে। তাড়াহুড়ো করে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি মাটিতে পড়ে দুর্ঘটনা কবলিত হয়।এসময় হেলিকপ্টারটির দুটি পাখা, প্রপেলর ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের সহায়তায় হেলিকপ্টারে থাকা ৪ যাত্রীকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন চিকিৎসক।সন্ধ্যা সাড়ে সাতটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত হেলিকপ্টারটি ওই ধানের খোলায় পড়ে ছিল।