‘পরাণ’ শুধু নিজে সফল নয়, ইন্ডাস্ট্রিতে গতি এনেছে: ইয়াসির আরাফাত

লেখক:
প্রকাশ: ২ years ago

‘পরাণ’ সিনেমাটি কোরবানি ঈদে মুক্তি পায়। এরপর সেই ছবি বদলে দিয়েছে ইন্ডাস্ট্রির হাওয়া। মুক্তির পর থেকেই প্রচুর দর্শক হলে টেনেছে ছবিটি। সিনেপ্লেক্সগুলোসহ দেশের নানা হলে এখনো ছবিটি হাউজফুল শো দিয়ে যাচ্ছে। অনেকেই ‘পরাণ’-কে সুপারহিট তো বটেই, বলছে বাংলা সিনেমার জন্য আশীর্বাদ।

ত্রিভুজ প্রেমের ‘পরাণ’ সিনেমার প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

ছবির সাফল্যে দারুণ উচ্ছ্বসিত এর প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস। প্রতিষ্ঠানটির পরিচালক ইয়াসির আরাফাত মনে করেন, ‘পরাণ’ শুধু নিজে সফল হয়নি, এটি চলচ্চিত্র শিল্পে স্থবিরতা কাটিয়ে গতি এনে দিয়েছে।

ঈদের দিন ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দিন দিন সিনেমাটির দর্শকপ্রিয়তা বাড়তে থাকে। সঙ্গে বাড়তে থাকে প্রেক্ষাগৃহের সংখ্যাও। সেই ধারাবাহিকতায় ‘পরাণ’ মুক্তির ৪ চতুর্থ সপ্তাহে গেল ৫ আগস্ট ঢাকাসহ সারাদেশের ৪৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

দীর্ঘদিন পর দেশের কোনো সিনেমা টানা ৪ সপ্তাহ প্রদর্শনীর রেকর্ড গড়ল। যদিও ভাঙা সপ্তাহের কারণে এবার ঈদের মুক্তি পাওয়া সিনেমার প্রথম সপ্তাহ ১২ দিনে ছিল।

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, মুক্তির পরই সিনেমাটি দর্শক মহলে সাড়া জাগায়। বিভিন্ন প্রেক্ষাগৃহে টিকিট না পেয়ে অপেক্ষা করতে হয় দর্শকদের। বাধ্য হয়ে সিনেপ্লেক্স শো সংখ্যা বাড়িয়ে প্রতিদিন ১৮ শো করা হয়। দ্বিতীয় সপ্তাহে এসে এর হল সংখ্যা এক লাফে দাঁড়ায় ৫৫টি। তৃতীয় সপ্তাহে এসে হল সংখ্যা দাঁড়িয়েছে ৬০টি। আর ৪র্থ সপ্তাহে ছবিটি চলছে ৪৫ হলে।

‘দেশীয় সিনেমায় ব্যবসা নেই এমন কথা মিথ্যে প্রমাণ করে দিয়েছে লাইভ টেকনোলজিসের ‘পরাণ’ সিনেমা। অনেকেই মনে করছেন দেশীয় সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ তৈরি করেছে ‘পরাণ’। সেটি চলমান থাকলেই স্বস্তি। আমাদের নিয়মিত ভালো সিনেমা বানিয়ে যেতে হবে’ – যোগ করেন লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত।

তিনি আরও জানান, ‘সিনেমার পরিচালক রায়হান রাফী, সিনেমার কলাকুশলী এবং অবশ্যই দর্শকদের ধন্যবাদ জানাতে চাই এই সাফল্যের জন্য। গণমাধ্যমকর্মীদের কাছেও আমরা কৃতজ্ঞ। তাদের প্রচারের স্রোতে ছবিটি সারাদেশের মানুষের কাছে পৌঁছে গেছে। এখনও ‘পরাণ’র সেলস বাম্পার। পুরো রিপোর্ট শো করব আমরা এই সপ্তাহে।’