পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস

লেখক:
প্রকাশ: ২ দিন আগে

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

 

রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সারজিস বলেন, ‘‘আমরা যেমন বাংলাদেশের প্রতিনিধিত্ব করি, তেমনিভাবে আমার জন্মস্থান দেশের সর্ব উত্তরের জেলা; সেই জায়গাটিরও দায়িত্ব নেওয়া আমার অন্যতম বড় দায়বদ্ধতা। বিগত সময়ে আমার এই অভাগা পঞ্চগড় জেলার অনেক মন্ত্রী ছিলেন। কিন্তু প্রাপ্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাওয়ার মতো পঞ্চগড়ের জনমানুষের নেতা আমরা এর আগে পাইনি।’’

 

তিনি বলেন, ‘‘আমরা পঞ্চগড়ের মানুষের কাছে আমাদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে এটুকু কমিটমেন্ট করতে চাই, আমাদের পঞ্চগড়ের যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি আমাদের লাগবে না। রক্তের বিনিময় হোক, জীবনের বিনিময় হোক, আর লড়াইয়ের বিনিময় হোক; আগামীতে বাংলাদেশে যেই সরকারি আসুক না কেন, তাদের থেকে আমরা আমাদের পঞ্চগড়ের প্রাপ্য এবং ন্যায্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাব।’’

সারজিস  বলেন, ‘‘আগামীতে যদি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারি, তাহলে পঞ্চগড়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ সব ধরনের অপকর্মের কবর রচনা করব। আমাদের পঞ্চগড়ের যে স্বাস্থ্যখাত এই স্বাস্থ্যখাতে হাসপাতাল, ডাক্তার থেকে শুরু করে পঞ্চগড়ের যে প্রয়োজনীয় একটি অতি গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজ সেটি আগামী পাঁচ বছরের মধ্যে যত দ্রুত বাস্তবায়ন করা যায়, সেটি হবে এনসিপির সবচেয়ে বড় অঙ্গীকার।’’

 

পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রাথমিকভাবে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে মনোনয়ন দিয়েছে। আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন।