মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র উদ্যোগে প্রীতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বরিশাল পুলিশ লাইন্সে এ খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে হলুদ ও নীল দুই দলের ৮ জন করে মোট ১৬ জন পুলিশ সদস্য এ খেলায় অংশ গ্রহন করেন। হলুদ দলের নের্তৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম। নীল দলের নের্তৃত্ব দেন উপ – পুলিশ কমিশনার ( ট্রাফিক) খাইরুল আলম।
এ সময় টুর্নামেন্ট সভাপতি অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি মোঃ প্রলয় চিসিম বলেন, নিয়মিত শরীর চর্চার মাধ্যমে সুস্থ দেহ-মন প্রস্তুত করে জনগণের সেবা নিশ্চিত করার আনন্দে বিজয়ের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই টুর্নামেন্ট এর আয়োজন।
টুর্নামেন্ট উদ্যোক্তা উপ– পুলিশ কমিশনার(ট্রাফিক) বিএমপি মোঃ খাইরুল আলম বলেন, খেলার মাধ্যমে মানুষের শরীর ও মন ভাল থাকে সুস্থ থাকে।তাই পুলিশ সদস্যদের মাঝে খেলার আয়োজন করে বিজয়ের মাসে বিজয়ের আনন্দ উপভোগের ব্যাবস্থা করা হয়েছে।