 
                                            
                                                                                            
                                        
ঈদুল আজহা উপলক্ষে পরিচালক তৌফিকুল ইসলাম নির্মাণ করেছেন একক নাটক ‘ওয়াদা’। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন— নিলয় আলমগীর, সাফা কবীর ও রওনক হাসান।
অন্যরকম প্রেমের গল্পে দেখা যাবে রাশেদ ও জুঁথি নামে দুটি চরিত্রকে। যারা নিজেদের প্রেম বাঁচাতে লড়াই করতে প্রস্তুত। যে প্রেম আজকাল আর দেখা যায় না। আর তাদের প্রেমে ভিলেন হয়ে হাজির হন সুলতান।
রাশেদ-জুঁথি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও সাফা কবীর। আর সুলতান চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান।
পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, ‘ঈদে সাধারণত কমেডি বা হালকা গল্পের কাজ হয় বেশি। সে হিসেবে আমাদের এই কাজটি বেশ সিরিয়াস গল্পের। গল্পটি নিখাদ প্রেমের। বিরহের রেশও থাকছে। আছে হিংস্রতাও। সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি ভিন্ন কিছু করতে।’
নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন দয়াল সাহা। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদুল আজহার আয়োজনে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘ওয়াদা’ নাটক।