নারী ও শিশু অধিকার ফোরামের বরিশাল জেলা ও বরিশাল মহানগরের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক সেলিমা রহমান ও সদস্য সচিব নিপুন রায় চৌধুরী এ তথ্য জানান।
তারা বলেন, শায়লা শারমিন মিমুকে সভাপতি এবং ফারজানা রোজীকে সাধারণ সম্পাদক করে নারী ও শিশু অধিকার ফোরামের বরিশাল জেলা- ১৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
অন্যদিকে শামীমা আকবরকে সভাপতি এবং মারিয়া মুন্নিকে সাধারণ সম্পাদক করে নারী ও শিশু অধিকার ফোরামের বরিশাল মহানগর- ১৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।