ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো শহর। একই মাসের মধ্যে তিন তিনটে তীব্র ভূমিকম্প।
আগের দুইটি ভূমিকম্প এখনো পুরোপুরি সামলে উঠতে পারেনি দেশটি। চার’শো জনের প্রাণ গেছে। প্রকৃতির সেই তাণ্ডবলীলার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার আগেই শনিবার আর একবার জানান দিয়ে গেল ভূমিক্ম্প।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রে জানা গেছে, শনিবারের কম্পনের তীব্রতা ছিল ৬.২। উৎপত্তিস্থল ওয়াক্সাকা, মাতিয়াস রোমেরোর ১২ মাইল দক্ষিণ-পূর্বে।
ভূকম্পনের পর আজ উদ্ধার কাজ সাময়িক বন্ধ রাখা হয়েছে। এখনও ক্ষয়-ক্ষতি কিছু জানা যায়নি।