 
                                            
                                                                                            
                                        
বরিশাল নগরের কাশীপুর হাইস্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষনের প্রতিবাদে এবং অভিযুক্তদের কঠোর বিচারের দাবীতে বরিশালে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট সমন্বয় পরিষদের আয়োজনে রোববার বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এস.এম ইকবাল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গণসংগীত শিল্পী আক্কাস হোসেন, মানবাধিকার জোটের সভাপতি ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা কাজল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ প্রমুখ। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। প্রসংঙ্গত, গত শুক্রবার সকালে বিএম কলেজের সামনের একটি মেসে সহপাঠীর কাছে নোট নিতে আসা কাশীপুর হাইস্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে (১৭) কলেজ রো’র একটি ছাত্র মেসে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে তারা। খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে ধর্ষিতার পরিবার। আর পুলিশ ওইদিনই মামলায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করে।