এমনিতেই ‘পদ্মাবতী’ নিয়েই বিতর্কের শেষ নেই, তারই মধ্যে আরও একটি বিতর্ক উস্কে দিলেন আলাউদ্দিন খলজি খ্যাত ‘পদ্মাবতী’-র অভিনেতা রণবীর সিং। শুক্রবার একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন রণবীর।
তার নিচে লেখা ক্যাপশান নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
রণবীর ক্যাপশানে লিখেছেন ‘Losing my religion’। যেটা বাংলায় তর্জমা করলে দাঁড়ায় ‘ধর্মচ্যূত হচ্ছি’। আর এমন ক্যাপশনের জেরে সোশ্যাল মিডিয়ায় দিনভর ট্রোল হলেন রণবীর।
যদিও সেই ক্যাপশানে অভিনেতা আদৌ কী বলতে চেয়েছেন বা ছবিটার সঙ্গে তাঁর এই ক্যাপশানের কোনও যোগ আছে কিনা তাও বোঝা যায়নি। তবে সূত্রের খবর, আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয়ের জন্য টানা দু’বছর সেই চরিত্রের মধ্যেই নাকি ঢুকে পড়েছিলেন রণবীর। আর সেজন্য নাকি তিনি মনোবিদেরও পরামর্শ নিয়েছেন।
রণবীরের এই ‘ধর্মচ্যূত হচ্ছি’ ক্যাপশানকে নিজেদের মত করে ব্যাখ্যা করেছেন নেটিজেনরা। রণবীরের এই টুইটে ৯,৯০০ লাইক, ৬০০-রও বেশি রিটুইট হয়েছে।
তবে ক্যাপশানকে নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। কেউ কেউ আবার বিষয়টা নিয়ে সনু নিগামের ঘটনার সঙ্গে তুলনা করে ফেলেছেন।