দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো

লেখক:
প্রকাশ: ৬ years ago

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলর টিকিট নিশ্চিত করেছে বিশ্বকাপের ইতিহাসের সেরা দল ব্রাজিল। গ্রুপের অন্য ম্যাচে কোস্টারিকার সাথে ২-২ গোলে ড্র করেও দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।

তিন ম্যাচে ২ জয় ও ১ ড্রতে ব্রাজিলের পয়েন্ট ৭, অন্যদিকে ১টি জয় ও ২ড্রতে সুইজারল্যান্ডের পয়েন্ট ৫। ফলে সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ব্রাজিল।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ষোলতে ব্রাজিলের প্রতিপক্ষ এখন আরেক আমেরিকান দেশ মেক্সিকো। ‘এফ’ গ্রুপে জার্মানিকে বিদায় করে দিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে মেক্সিকো। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপের দ্বিতীয় দল হয়ে শেষ ষোলর টিকিট পায় তারা। তাই শেষ আটে ওঠার লড়াইয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ব্রাজিল খেলবে ‘এফ’ গ্রুপের রানারআপ দল মেক্সিকোর বিপক্ষে।

বুধবার শেষ ষোল নিশ্চিত করা বাকি দুই দল একে অপরের মুখোমুখি হবে দ্বিতীয় রাউন্ডে। তারা হল ‘ই’ গ্রুপের রানারআপ দল সুইজারল্যান্ড ও ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল সুইডেন। ব্রাজিল-মেক্সিকো ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২ জুলাই এবং সুইজারল্যান্ড-সুইডেন একে অপরের মোকাবিলা করবে আগামী ৩ জুলাই।

এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া দ্বিতীয় রাউন্ডের সূচি দাঁড়িয়েছে এমন:

ফ্রান্স বনাম আর্জেন্টিনা – ৩০ জুন ২০১৮, রাত ৮.০০ মিনিট

উরুগুয়ে বনাম পর্তুগাল – ৩০ জুন ২০১৮, রাত ১২.০০ মিনিট

স্পেন বনাম রাশিয়া – ১ জুলাই ২০১৮, রাত ৮.০০ মিনিট

ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক – ১ জুলাই ২০১৮, রাত ১২.০০ মিনিট

ব্রাজিল বনাম মেক্সিকো – ২ জুলাই, রাত ৮.০০ মিনিট

সুইডেন বনাম সুইজারল্যান্ড – ৩ জুলাই রাত ৮.০০ মিনিট

 
লাইফ সাপোর্টে থাকা অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। গণমাধ্যমকে ফারুকী বলেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হুমায়ূন সাধু। সেখানেই তার মৃত্যু হয় গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। তখন তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ১৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারেরও প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু ২০ অক্টোবর হঠাৎ সাধুর দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ ছবির মাধ্যমে অভিনয়ে পথ চলা শুরু হুমায়ূন সাধুর। অভিনয়ের পাশাপাশি নাটকও নির্মাণ করেছেন তিনি।
৫ years ago