দেশসেরা কনটেন্ট নির্মাতা সখীপুরের শিক্ষিকা জ্যোৎস্না

লেখক:
প্রকাশ: ৩ years ago

ডিজিটাল কনটেন্ট নির্মাতা হিসেবে শিক্ষক বাতায়নের দেশসেরা হয়েছেন টাঙ্গাইলের জ্যোৎস্না আক্তার। তিনি সখীপুর উপজেলার কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সম্প্রতি শিক্ষাবিষয়ক ওয়েব পোর্টাল ‘শিক্ষক বাতায়ন’ এ তথ্য প্রকাশ করে। এর আগে ২০২১ সালের ২৪ জানুয়ারি জ্যোৎস্না আক্তারকে জেলা প্রাথমিক শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি দেয় শিক্ষক বাতায়ন।

জ্যোৎস্না আক্তার জানান, ২০১০ সালের ২১ সেপ্টেম্বর সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি। ২০১৪ সালের জানুয়ারিতে আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ গ্রহণের পর ২০১৫ সাল থেকে শিক্ষক বাতায়নে যুক্ত হই। এ মাধ্যমটি কাজে লাগিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের শিক্ষার্থীদের জন্য কিছু করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ চেষ্টা অব্যাহত থাকবে।

কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ বলেন, সহকারী শিক্ষক জ্যোৎস্না আক্তার শিক্ষক সমাজের অনুপ্রেরণা। তার দেশসেরা কনটেন্ট নির্মাতা হওয়ার স্বীকৃতি আমাদের জন্য বড় প্রাপ্তি।

সখীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাফেউল ইসলাম বলেন, জ্যোৎস্না আক্তার সখীপুর উপজেলার প্রাথমিক শিক্ষকদের জন্য মডেল। তাকে শিগগির প্রাথমিক শিক্ষা কার্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।