দুই দিনের সফরে বাংলাদেশ আসছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি এ সফর করবেন তিনি।
সফরকালে তাকিহিকো নাকাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের উচ্চ পর্যায়ে নেতাদের বৈঠক করবেন। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এডিবির সহায়তায় নেয়া বিদ্যুৎ, শিক্ষা, নগর অবকাঠামোসহ রেল খাতের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন তিনি।
উল্লেখ্য, ১৯৭৩ সালে এডিবির সদস্য হওয়ার পর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এ পর্যন্ত ঋণ, অনুদান ও গ্যারান্টি মিলিয়ে ২০ বিলিয়ন সহায়তা পেয়েছে বাংলাদেশ।