 
                                            
                                                                                            
                                        
পাপ্পু সাহা,দাকোপ(খুলনা): গত ২২ আগষ্ট ২০১৯ বানিশান্তা ইউপি মিলনায়তনে
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ইন্টার ফেইজ সভা অনুষ্ঠিত হয়। নবযাত্রা প্রকল্পের
সহযোগিতায় শুশীলনের আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন বানিশান্তার ইউপি
চেয়ারম্যান সুদেব কুমার রায়।
আরো উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের ওর্য়াল্ডভিশন
বাংলাদেশ এর সুশাসন ও সামাজিক দায়বদ্ধতা সেক্টরের সিডিও স্টিফেন হেমব্রোম,
প্যানেল চেয়ারম্যান নিমাই মন্ডল, ইউপি সদস্য জয়ন্ত প্রকাশ গাইন, সুলতা মন্ডল এবং
উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি অসিত কুমার রায়, এইস এ ও রাহাত খান ই পি
আই, সভাটি পরিচালনা করেন এস এও সিদ্ধার্থ সরকার, এবং সার্বিক ব্যবস্থাপনায় এস
এ ও মহাব্বত আলী।
ইন্টার ফেইজ মিটিংয়ের মাধ্যমে সেবাদাতা এবং সেবাগ্রহনকারী সরাসরি সংলাপের
সুযোগ সৃষ্টি হয়। সংলাপের মাধ্যমে সমস্যা চিনহিত এবং সমাধান ও সেবার মান
উন্নয়নে সম্বলিত একটি পরিকল্পনা গ্রহন করা হয়।