#

পাপ্পু সাহা, দাকোপ(খুলনা): দাকোপ উপজেলার লাউডোব ও
বানীশান্তা সিমানায়, লাউডোব বানীশান্তা সার্বজনিন দূর্গা
মন্দিরে দেবী জ্ঞানে মাতৃভক্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মা ও
সন্তানদের মধ্যে সম্পর্কের বাঁধন আরও নিবীড় করতে আয়োজক
কমিটির এমন প্রয়াশ।

সূত্রে জানাযায় গত ৭ অক্টোবর নবমী পূজার দিন সন্ধা ৭টায়
লাউডোব ও বানীশান্তা দূর্গাপূজা উদযাপন কমিটি এ
অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির
সভাপতি সুকল্যান রায়। সাংস্কৃতিক সম্পাদক বিমলেন্দু
বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে ১৫ জন কিশোর কিশোরী মায়ের
চরণ ধুয়ে, মাকে মালা পরিয়ে পায়ের নীচে বসে প্রার্থনা করে
এবং প্রার্থণা শেষে মাকে মিষ্টিমুখ করিয়ে আশির্বাদ গ্রহন
করে। অনুষ্ঠানে বক্তব্য করেন,পরিমল কুমার বিশ্বাস,বাদল কবিরাজ,
সুভাষ মন্ডল, ইউপি সদস্য সুরঞ্জন কয়াল। উপস্থিত ছিলেন, সুরঞ্জন
মন্ডল,পবিত্র কয়াল,চিন্ময় পইক, দেবাশীষ কয়াল, দীপক মন্ডল, মধুসুদন
রায়, কাজল মন্ডল, লাবনী রায়সহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের পারিবারিক ও সামাজিক বন্ধন দিনে
দিনে নষ্ট হচ্ছে। বৃদ্ধ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে।
ছোটরা বড়দের সম্মান করতে শিখছে না, যুব সমাজ মাদক ও
দূর্নীতিগ্রস্থ হয়ে পড়ছে। এর থেকে পরিত্রান পেতে হলে বাবা
মায়ের সাথে সন্তানদের সম্পর্কের আরও উন্নতি করা দরকার। আর
তাই আগামীতে প্রতি বছর দূর্গা পূজার সময় মা মহামায়ার
পূজার সাথে জীবিত মায়ের এ অনুষ্ঠান তাঁরা আয়োজন করবেন।
দাকোপ, খুলনা
তারিখ-১১-১০-১৯

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন