দাকোপের বাজুয়ায় বাল্য বিয়ে রোধে সচেতনতামূলক সাইকেল র‌্যালী অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

পাপ্পু সাহা, দাকোপ, খুলনাঃ  দাকোপে বেসরকারী সংস্থা সুশীলনের নবযাত্রা প্রকল্পের উদ্যোগে বাল্য বিয়ে নির্মুলে শিক্ষার্থীদের অংশগ্রহণে গনসচেতনতা মূলক সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ এপ্রিল মঙ্গলবার বেলা  ১০ টায় উপজেলার বাজুয়ার প্রধান সরক র‌্যালীটি প্রদক্ষিন করে। “১৮ এর আগে বিয়ে নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউএস আইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের আওতায় নবযাত্রা সুশলীলনের জেন্ডার কম্পনেন্ট এর উদ্যোগে কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।
বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে বাজুয়ার প্রধান সরক প্রদক্ষিন শেষে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। বাজুয়া ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন  প্রধান শিক্ষক সুকুমার মন্ডল, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি নাইস বিশ্বস, এস এমসি সদস্য অসীম রায়, প্রকল্পের জেন্ডার অর্গানাইজার সুচিত্রা রনী, সিপিসি সদস্য দান কুমারী, রুপালি মির্জা, ফিল্ড ফ্যাসিলেটেটর প্রিতিলতা সরদার, পিয়াস কান্তি শীল, রাজীব রায়, অর্চনা মল্লিক, রাধা  কান্ত মন্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তি।