দগ্ধদের আর্তনাদ,স্বজনদের আহাজারিতে থমকে গেছে বার্ন ইনস্টিটিউট

লেখক:
প্রকাশ: ৪ years ago

নারায়ণগেঞ্জর তল্লা এলাকায় বড় মসিজেদের এসি বিস্ফোরণে এক শিশু মারা গেছে। এ ঘটনায় আরো অন্তত ৩৯ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে ৩৬ জনকে মারাত্মক দ্বগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মসজিদের নিচ দিয়ে যাওয়া গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে ১০ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

আহাজারি আর পোড়ার ক্ষতের গগনবিদারী চিৎকারে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পরিবেশ ভারী হয়ে ওঠে। শুক্রবার ছুটির দিন হলেও এমন দুর্ঘটনার খবরে ছুটে আসেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা। সময় নষ্ট না করে পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত হয়ে পড়েন প্রত্যেকে।

ভেতরে পুড়ে যাওয়া শরীর নিয়ে স্বজন আর কাঁচের এপারে স্বজনের আহাজারি, উদ্বেগ। ডাক্তাররা জানিয়েছেন, সবারই শ্বাসনালী পুড়ে গেছে।

নারায়ণগঞ্জের তল্লা এলাকায় এশার নামাজের সময় ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফরজ ও সুন্নত আদায় করে অনেকেই চলে গিয়েছিলেন। বেতর আদায় করার সময় ৪০ জন মুসল্লি সেসময় ছিল। ৬টি এসির সবগুলোই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মসজিদের জানালার কাঁচ, আসবাবপত্র চুরমার হয়ে যায়। দগ্ধ হন ৪০ জন মুসল্লী। তাদের প্রথমে স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে আনা হয়।