 আয়াতুল্লাহ আলী খামেনি
                                            
                                                আয়াতুল্লাহ আলী খামেনি                                            
                                        
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যস্ত ক্ষমতাধর দেশগুলো। চলছে হুঁমকি আর মহড়া। তারই জের ধরে এবার প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তা ও কম্যান্ডোরদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “ইরানের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে স্বাধীন ব্যবস্থা এবং ১৯৭৯ সালে বিপ্লব সফল হওয়ার পর থেকে প্রকাশ্য নীতি অনুসরণ করে আসছে। তেহরান কারও তর্জন-গর্জনকে ভয় পায় না। ”
তিনি আরও বলেন, বিশ্বে যেকোনো স্বাধীনচেতা জাতির উত্থান বলদর্পী শক্তিগুলোর মতাদর্শের বিপরীতে। সে কারণে এই সব শক্তি স্বাধীনচেতা জাতিকে মেনে নিতে পারে না।
আয়াতুল্লাহ খামেনি বলেন, শত্রুরা চায় প্রজাতন্ত্র ইরান তাদের কাছে আত্মসমর্পণ করুক। কিন্তু ইরান যদি এ তার বর্তমান অবস্থান থেকে সরেও আসে তাহলে তারা শত্রুতা বন্ধ করবে না এবং শত্রুদের সঙ্গে ক্ষমাশীল আচরণ করলেও তাদের শত্রুতা কমবে না।