 
                                            
                                                                                            
                                        
শিক্ষার্থীদের আন্দোলনের সময় গতকাল সোমবার তেজগাঁও থেকে আটক ৩৭ জন ছাত্রকে আজ মঙ্গলবার সকালে ছেড়ে দেওয়া হয়েছে। আটক ছাত্রদের আজ অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল তাদের আটক করে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এনে রাখা হয়। তাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়নি।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, আটক সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে।