Want create site? Find Free WordPress Themes and plugins.

“তথ্য সবার অধিকার, থাকবে না কেউ পেছনে আর”, এই এই প্রতিপাদ্য নিয়ে গত ২৮ সেপ্টেম্বর সারাদেশব্যাপী আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০১৯ পালিত হচ্ছে। তারি অংশ হিসেবে গত ২৯ সেপ্টেম্বর (রবিবার) ঢাকা শাহবাগ জাতীয় জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে অবদান রাখার উপর পুরস্কার বিতরণ করা হয়। সেখানে তথ্য প্রদানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ২য় সর্বোচ্চ তথ্য সরবরাহে উপর পুরস্কার লাভ করেছেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস। তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার মোঃ মুরাদ হোসেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাসের হাত এ পুরস্কার তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার, সুরাইয়া বেগম এনডিসি, সাবেক তথ্য কমিশনার, নেপাল চন্দ্র সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, ফয়েজ আহমেদ, তথ্য কমিশনের সচিব মোঃ তৌফিকুল আলম। আজ ৩০ সেপ্টেম্বর সকাল ৯ টায়, জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের অফিস কক্ষে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাসকে ফুলেল শুভেচছা জানান জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। এসময় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here