 
                                            
                                                                                            
                                        
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য নির্বাচিত সহসভাপতি (ভিপি) ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর এবং তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই হামলার ঘটনা ঘটে। হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন নুরুল হক নুর। হামলায় কয়েকজন আঘাত পান। তবে গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।
কোটা সংস্কার আন্দোলনের এক কর্মী বলেন, বেলা ২টার দিকে নতুন ভিপি নুরুল হক নুর হাসপাতাল থেকে টিএসসিতে আসেন। এ সময় মিছিল নিয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা কোটা আন্দোলনকারীদের প্যানেলের সদস্যদের ওপর হামলা করেন। ছাত্রলীগ কয়েকজনকে মারধর করেন।