 
                                            
                                                                                            
                                        
রাজধানীর হাতিরঝিল ও মধুবাগ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ জন মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযানের সময় আটক অনেকেই নিজেদের মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করেন।
সোমবার সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন ইউনিটের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে ডিএমপি সদস্যরা ছাড়াও ডগ স্কোয়াড, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কাউন্টার টেররিজম অংশ নেয়।
অভিযান শেষে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় বলেন, অভিযানে মাদক ব্যবসা ও সেবনের দায়ে ৫০ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এর আগে রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ঢাকায় পৃথক অভিযানে ৮৪ জনকে গ্রেফতার করে ডিএমপি।