টাঙ্গাই‌লে ভিন্ন রকম ভালোবাসা দিবস উদযাপন

লেখক:
প্রকাশ: ৩ years ago

বিশ্ব ভালোবাসা দিবসে টাঙ্গাই‌লে পুলিশ, ডাক্তার, নার্স, সাংবাদিক, শ্রমজীবী মানুষের ফুল দিয়ে শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ দিবস‌টি উদযাপন ক‌রে‌ছে শিশুদের জন্য ফাউন্ডেশন।

সোমবার (১৪ ফেব্রুয়া‌রি) সংগঠ‌নের সদস্যরা টাঙ্গাইল পৌরসভার বি‌ভিন্ন স্থানে ঘু‌রে ফুল দি‌য়ে ভালোবাসা দিবসের শু‌ভেচ্ছা জানান।

বসন্তবরণ ও ভালোবাসা দিবস যুগলদের মনের উচ্ছ্বাস বাড়িয়ে দেয় কয়েকগুণ। শুধু তরুণ-তরুণী নয়, নানা বয়সের মানুষ একসঙ্গে সময় কা‌টি‌য়ে‌ছেন। দিনটি পশ্চিমা সংস্কৃতির অনুষঙ্গ হলেও এই দিবস বাঙালির মনে স্থান পেয়েছে নতুন রূপে। মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাই-বোন, প্রিয় সন্তান; এমনকি বন্ধুর জন্যও ভালোবাসার জয়গানে আপ্লুত সবাই। ঘুর‌তে বে‌ড়ি‌য়ে চ‌লে‌ছে উপহার দেয়া-নেয়া।

ভালোবাসা দিবস ঘি‌রে ফু‌লের দোকানে ছিল উপ‌ড়েপড়া ভিড়। ফুলের দোকা‌ন গি‌য়ে তরুণ-তরুণী, প্রেমিক যুগলরা ফুল কেনার পাশাপা‌শি সেল‌ফি তুল‌তে ব্যস্ত সময় পার করেছেন। নি‌জে‌দের পছন্দমত ফুল কি‌নে প্রিয়জন‌দের উপহার দিয়েছেন। দোকানিও ফুল বি‌ক্রি কর‌তে পে‌রে খু‌শি।

প্রিয়জন‌দের নি‌য়ে অনেকে বি‌কে‌লে বি‌নোদন কে‌ন্দ্রে ঘুরে বেরিয়েছেন। শহ‌রের পিক‌নিক স্পট, ফাস্টফুডের স্টলে বিনোদনপ্রেমি মানুষের ভিড় ছিল।

 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ বলেন, ‘সারা বছর যাদের শ্রমে আমরা সুন্দর শহরে বসবাস করি, তাদের কখনও কেউ শুভেচ্ছা জানায় না। ভালোবাসা দিবসে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি আমরা।’

গত ৮ বছর ধরে এমন আয়োজন করে আসছে শিশুদের জন্য ফাউন্ডেশন।