টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

লেখক:
প্রকাশ: ৭ years ago

নিদাহাস ট্রফির বাংলাদেশ-ভারত ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ মনে করেন, ‘পিচ থেকে বোলাররা সামান্য সুবিধা পাবে।’ সেজন্য প্রথমে তিনি ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ দল এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে। গত দুই ম্যাচে ভাল করতে না পারা তাসকিন আহমেদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আবু হায়দার রনি।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য দাঁড় করানোর কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘অন্য ম্যাচগুলোর থেকে পিচে তেমন কোন পার্থক্য নেই। দলের অন্য ব্যাটসম্যানরা ভালো পারফর্ম করছেন তাই নিজের ফর্ম নিয়ে বেশি চিন্তা করছেন না বলেও জানান রোহিত শর্মা। ভারতও ভালো বল করতে না পারা জয়দেব উদানকাতরার পরিবর্তে দলে নিয়েছে মোহাম্মদ সিরাজকে।

ব্রেট লি পিচ রিপোর্ট দেখে জানিয়েছেন, ‘অন্য ম্যাচগুলোর মতো এটি হাই স্কোরিং ম্যাচ না হতে পারে।’ এটাকে তিনি ৫০-৫০ ম্যাচ বলে মনে করছেন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাজমুল হাসান, আবু হায়দার রনি।

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, সুরেশ রায়না, মানিশ পান্ডে, দিনেশ কার্তিক, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, যুবেন্দ্র চাহাল