স্টাফ রিপোর্টার ॥ ঝালকাঠি সদর উপজেলার হিমানন্দকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক কর্তৃক দশম শ্রেণির এক ছাত্রী নির্যাতনের শিকার হয়েছে। রোববার (১৮ মে) স্কুল চলাকালীন সময় ক্লাস রুমে এ ঘটনা ঘটে। স্কুল শিক্ষকতার পাশাপাশি ঝালকাঠি সদর থানার জামায়াতের নায়েবে আমির কর্তৃক ছাত্রী নির্যাতনের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন- স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, স্কুলের প্রধান শিক্ষক ও নির্যাতনকারী শিক্ষক সহ ছাত্রীর মা।
হিমানন্দকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মনিরুল ইসলাম বলেন, ইংরেজি ক্লাস নেয়ার সময় দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া অঙ্ক করতে ছিল। নিষেধ করার পরও না শোনায় কানের উপর থাপ্পড় দেই। আসলে ছাত্রীর কানে আগে থেকেই সমস্যা ছিল। যা আমি জানতাম না। তাই অসুস্থ বোধ করেছে ছাত্রী। আসলে কানের উপর মারাটা আমার ঠিক হয়নি। এর জন্য অনুতপ্ত প্রকাশ করেন তিনি।
হিমানন্দকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. গোলাম কিবরিয়া বলেন, আমি উক্ত শিক্ষককে ফোন করে জিজ্ঞেস করি উক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করে এবং প্রধান শিক্ষককে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার অবগত করি এবং প্রধান শিক্ষককে এই বিষয়ে সকল শিক্ষকদের নিয়ে জরুরি সভা করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেই। ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি প্রধান শিক্ষকের কাছ থেকে বিষয়টি শুনেন।
হিমানন্দকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার রায় বলেন- বিষয়টি সমাধানের জন্য আহত ছাত্রীর অভিভাবক নিয়ে বসছি। আমার সামনেই উপস্থিত (২০ মে দুপুর) রয়েছে আপনি চাইলে কথা বলতে পারেন। প্রধান শিক্ষকের মুঠোফোনে স্কুল ছাত্রী মা পরিচয় দিয়ে প্রতিবেদককে জানান- বিষয়টিতে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।