 
                                            
                                                                                            
                                        
লেখক অধ্যাপক জাফর ইকবালের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে। সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন ৭১’র চেতনা,বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে সোমবার সকাল ১০:১৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মানববন্ধন করা হয়।
এ সময় ৭১’র চেতনা,বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নিলয় আহাম্মেদ রাজু, যুগ্ম-সাধারন সম্পাদক মাজারুল ইসলাম,কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইসরাইল ইভান, সংগঠনটির সাবেক সভাপতি পরাগ প্রলয় ও মার্কেটিং বিভাগের এম.বি.এ পড়ুয়া শিক্ষার্থী নয়ন কর্মকার। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ সংগঠনের সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, অধ্যাপক জাফর ইকবাল বিশেষ করে তরুণ-কিশোরদের মেধা মনন গঠনের ক্ষেত্রে তার লেখার মধ্য দিয়ে যে কাজ করে যাচ্ছেন, তা বন্ধ করতেই এ হামলা হয়েছে। শিক্ষার্থীদের পাঠক্রমে প্রগতিবাদী দর্শনের প্রতিফলন না হলে এ সব হামলা আরও বাড়তে থাকবে। অধ্যাপক জাফর ইকবাল বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। দেশ সঙ্কটে পড়লে তার কাছে পরামর্শ চাওয়া হয়। তারই জীবন যখন অনিরাপদ তখন সাধারণদের জীবনের নিরাপত্তার কথা ভাবাও যায় না। তারা জাফর ইকবালের দ্রুত সুস্থতা কামনা করেন এবং অনতিবিলম্বে অপরাধী চক্রকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।