জবি প্রতিনিধি: শিক্ষা, সংস্কৃতি, সৃজনশীলতা ও দক্ষতার মন্ত্র নিয়ে যাত্রা শুরু ইনোভেটরস উইন্ডো এর। দেশজুড়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সৃজনশীলতার পরিচর্যা ও শিক্ষার্থীদের সুশীল দক্ষ নাগরিক কাজ করছে এই সংঘটন। তারই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন পথচলা শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনোভেটরস উইন্ডো এর। ছয় টি অনুষদের বিভিন্ন বিভাগের প্রতিনিধি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কর্মসূচী প্রনয়ন ও কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই অনুযায়ী সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। জবি ইনোভেটরস উইন্ডো এর কার্যক্রমে আসছে ম্যাগাজিন প্রকাশনী, কুইজ প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা ও আরো বিভিন্ন উদ্ভাবনী কর্মশালা।
সেই উপলক্ষে জবির বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের নিয়ে শুক্রবার রাত ৯ টায় অনলাইন মাধ্যমে আলোচনা অনুষ্ঠান সম্পন্ন করা হয় ও আগামী কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম শুরু করা হয়।