 
                                            
                                                                                            
                                        
সিলেটে ঘুড়ি উড়াতে গিয়ে বাসার ছাদ থেকে পড়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
রোববার বিকেল ৫টার দিকে নগরীর চারাদিঘীর পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবের আহমদ সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার ছিলেন।
মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া দুর্ঘটনায় জুবেরের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ জানান, বিকেল ৫টার দিকে চারাদিঘীর পাড় এলাকার আল আমিন ৫ নম্বর বাসার চার তলার ছাদে ঘুরি উড়াতে ওঠেন জুবের আহমদ।
তিনি জানান, হঠাৎ এই পুলিশ কর্মকর্তা অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।