চীনে পথচারীদের ওপর গাড়ি, নিহত অন্তত ৩৫

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন ৬২ বছর বয়সী এক চালক। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকের এই ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪৩ জন। মঙ্গলবার চীনা পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ঝুহাই স্পোর্টস সেন্টারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সেখানে শরীর চর্চা করার সময় লোকজনের ওপর এক ব্যক্তি গাড়ি চালিয়ে দিয়েছেন। এতে ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।’’

পুলিশ বলছে, ফ্যান নামের এক ব্যক্তি তার ছোট এসইউভি পথচারীদের ওপর চালিয়ে দিয়েছেন। ঝুহাই স্পোর্টস সেন্টারের সামনে প্রতিবন্ধকতা গুঁড়িয়ে দিয়ে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেন তিনি। এ সময় গাড়ির নিচে চাপা পড়েন বেসামরিক লোকজন।

হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টার সময় গাড়ির চালক ফ্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার সময় গুরুতর আহত হয়েছেন ফ্যান। বর্তমানে তিনি কোমায় রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে বিবাহবিচ্ছেদের পর স্ত্রীর সাথে সম্পত্তির ভাগাভাগি নিয়ে সৃষ্ট অসন্তোষ থেকে লোকজনের ওপর ফ্যান গাড়ি চালিয়ে দিয়েছেন বলে ধারণা করছে পুলিশ। শহরটির পুলিশ বলছে, বর্তমানে কোমায় থাকায় গাড়ির চালক ফ্যানকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা এই ঘটনার বেশিরভাগ ভিডিও চীনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলা হয়েছে। তবে কিছু ফুটেজ এখনও অনলাইনে রয়েছে। এতে দেখা যায়, হামলার স্থলে অনেক মানুষ মাটিতে পড়ে আছেন। স্থানীয় প্যারামেডিকস ও পথচারীরা সেখানে তাদের সেবা দেওয়ার চেষ্টা করছেন।

চেন নামের একজন প্রত্যক্ষদর্শী চীনা সংবাদমাধ্যম কাইক্সিনকে বলেছেন, হামলার সময় কমপক্ষে ছয়টি দল হাঁটার জন্য স্টেডিয়ামে জড়ো হয়েছিল। সেখানে রাস্তার পাশ ঘেঁষে প্রত্যেক দিনই শরীর চর্চা করেন এসব দলের সদস্যরা।

চেন বলেন, তিনি যে দলে ছিলেন, সেই দলের সদস্যরা স্টেডিয়ামের চারপাশে তৃতীয় চক্কর শেষ করার সময় হঠাৎ তীব্র গতিতে ছুটে আসা একটি গাড়ি তাদের আঘাত হানে। এতে অনেকেই রাস্তায় পড়ে যান।

অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, গাড়িটি পূর্ব, দক্ষিণ, পশ্চিম এবং উত্তর; চতুর্দিকেই নির্বিচারে লোকজনের ওপর চালিয়ে দেওয়া হয়েছে। সারা রাস্তায় লোকজন গাড়িটির নিচে চাপা পড়েছেন। আহতদের মধ্যে অনেক বয়স্ক মানুষ ছাড়াও কিশোর ও শিশুও রয়েছে।

শহরটিতে চীনের সামরিক বাহিনীর পাশাপাশি বেসামরিক এয়ারশো অনুষ্ঠিত হচ্ছে। এই এয়ারশো উপলক্ষ্যে সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মাঝেই পথচারীদের ওপর এই গাড়ি হামলার ঘটনা ঘটেছে।

স্টেডিয়াম থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরের একটি ভেন্যুতে মঙ্গলবার শুরু হওয়া চীনের সামরিক বাহিনীর এয়ারশোর সাথে এই হামলার ঘটনার সংশ্লিষ্টতা আছে কি না তা স্পষ্ট নয়। ঝুহাইয়ের এয়ারশোতে চীনের সর্বাধুনিক যুদ্ধবিমান ও অ্যাটাক ড্রোনের প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে রাশিয়ার শীর্ষ কর্মকর্তা সের্গেই শোইগু উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

সূত্র: এএফপি, বিবিসি।