 
                                            
                                                                                            
                                        
হিন্দু সম্প্রদায়ের বিদ্যার্চনার সরস্বতী পূজা সোমবার (২১ জানুযারি) সকালে শুরু হয়েছে। সরস্বতী পূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায় বিশেষ করে চাঁদপুর সরকারি কলেজে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় মন্ডপ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো.মাসুদ হোসেন,পুলিশ সুপার শামসুন্নাহার,চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এএসএম দেলওয়ার হোসেন ও উপাধ্যক্ষ মো.শাহ আলম।
উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা এসিল্যান্ড (ভূমি) অভিষেক দাস, চাঁদপুর সরকারি কলেজে পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুশীল কুমার নাহা,চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আলমগীর হোসেন বাহার,চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো.মাসুদ হোসেন, পদার্থ বিভাগীয় প্রধান ওমেস চন্দ্র লোথ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান অষিতভরণ দাস, ভূগল বিভাগের প্রধান ওয়াহিদুজ্জামান, সহকারী অধ্যাপক রূপক রায়, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ।
এদিকে চাঁদপুরে জেলার মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় মধ্যে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,সন্ধ্যা আরতি,আলোকসজ্জা প্রভৃতির আয়োজন করা হয়। শহরের কালীবাড়ি মন্দির,গোপাল জিউর আখড়া ও পুরাণবাজার হরিসভা মন্দিরে জমকালো ভাবে সরস্বতী প্রতিমা তৈরি করে।