চট্টগ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ৬ years ago

চট্টগ্রামের রাউজানে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. ইয়াকুব (৩৬) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে, তাকে দশ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রাউজান আর্য্য মৈত্রেয় ইনস্টিটিউশন সংলগ্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা।

দণ্ডাদেশপ্রাপ্ত যুবক রাউজান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিলাবাদ এলাকার মো. ইসহাকের ছেলে মো. ইয়াকুব (৩৬)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা বলেন, ‘রাউজান আর্য্য মৈত্রেয় ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণির এক ছাত্রী স্কুল থেকে ফেরার পথে ইয়াকুব নামের এক যুবক তার পথ আগলে শারীরিকভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করে। এ সময় ছাত্রীটির চিৎকারে আশপাশের লোক জড়ো হয়ে ওই যুবককে আটক করে। ইভ টিজিংয়ের দায়ে ওই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ দশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও জরিমানাকৃত অর্থ অনাদায়ে পনের দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।