চট্টগ্রামে না আসলে জীবনে অপূর্ণতা থেকে যেত : প্রণব মুখার্জি

:
: ৬ years ago
প্রণব মুখার্জি

চট্টগ্রামে না আসলে জীবনে অপূর্ণতা থেকে যেত বলে জানিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি বলেন, এবার চট্টগ্রামে আসার ফলে জীবন পূর্ণতা পেয়েছে।

মঙ্গলবার রাতে নগরীর রেডিসন ব্লু’তে ভারতীয় সহকারী হাই কমিশন আয়োজিত এ সুধী সমাবেশে এ কথা বলেন প্রণব।

তিনি বলেন, জীবনে একবারের জন্য হলেও চট্টগ্রামে আসার পরিকল্পনা ছিল অনেক আগে থেকে। বাংলাদেশে অনেকবার আসলেও চট্টগ্রামে আসা হয়নি কখনো। এখন শেষ বয়স চলছে। অতৃপ্তি নিয়ে পরকালে যেতে চাই নাই। এবার চট্টগ্রাম আসতে পেরে সেই প্রত্যাশা পূরণ হয়েছে।

চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, মাস্টার দা সুর্য সেন, প্রীতিলতাসহ অনেক বীরের জম্ম এ চট্টগ্রামে। বাংলাদেশের মুক্তিযোদ্ধের ঘোষণাপত্রও পাঠ হয়েছে চট্টগ্রাম থেকে। ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ এ চট্টগ্রাম। তাই ঐতিহাস চট্টগ্রামকে দেখার লোভ সামলাতে পারিনি।

অনুষ্টানে বক্তব্য রাখেন ভারতীয় হাই কমিশার হর্ষবর্ধ শ্রীংলা। অনুষ্টানে চট্টগ্রামের বিভিন্ন জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রণব মুখার্জিকে নগরীর চাবি উপহার দেন।