গোলবারের সমান লাফিয়ে উঠেছিলেন রোনালদো

লেখক:
প্রকাশ: ৭ years ago

জুভেন্টাসের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো যে গোলটি করেছেন তা নিয়ে একপ্রকার উন্মাদনা চলছে। শুধু প্রশংসার মধ্যে সীমাবদ্ধ নেই শুরু হয়ে গেছে পরীক্ষা-নিরিক্ষা। রোনালদোর গোলটি বিশ্লেষণ করে দেখা গেছে তিনি প্রায় গোলবারের সমান লাফিয়ে উঠেছিলেন।

ফুটবলে গোলবারের উচ্চতা দুই দশমিক ৪৪ সেন্টিমিটার। রোনালদো যেখান থেকে বাইসাইকেল ভলি করে বলটি জালে জড়ালেন সেটি ছিল গোলবাবের থেকে মাত্র ছয় সেন্টিমিটার নিচে। অর্থাৎ রোনালদো পা গোলবারের থেকে ছয় সেন্টিমিটার নিচে ছিল।

রোনালদো শরীর ছিল মাটি থেকে এক দশমিক ৪১ সেন্টিমিটার উপরে। আর তিনি যেখান থেকে বলে শট নিয়ে জুভেন্টাস গোলরক্ষক বুফনকে বোকা বানিয়েছেন তা ছিল দুই দশমিক ৩৮ সেন্টিমিটার উপরে। রোনালদো ব্যাকভলি করে আর মাত্র ছয় সেন্টিমিটার উপরে উঠলে গোলবার ছুঁয়ে ফেলতেন।

অবশ্য গোল করার জন্য রোনালদোর তার আর দরকার হয়নি। তবে তিনি উল্টো দিক থেকে যতটা লাফ দিয়েছিলেন দরকার পড়লে যে আরো উপরে উঠতেন সে কথা এখন বলাই যায়।