
২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা ছয় দিন বৃদ্ধি করা হয়েছে। আজ বুধবার গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার কোর কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সূচি ২৪ ডিসেম্বর রাত ১২টায় শেষ হওয়ার কথা ছিল। এর পরিপ্রেক্ষিতে গতকাল ২৩ ডিসেম্বর গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার কোর কমিটির ২০২৫-২০২৬ সালের চতুর্থ সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতভাবে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা ২০২৫-২৬-এর আবেদনের সময়সূচি আগামী ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ মার্চ সি ইউনিটের পরীক্ষার মাধ্যমে। এরপর ৩ এপ্রিল বি ইউনিট এবং ১০ এপ্রিল এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তিতে এবারও সেকেন্ড টাইম চান্স রাখা হয়েছে। ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।