 বরিশাল বিভাগীয় সমাবেশে বিএনপির মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম সহ অতিথিরবৃন্দ। ছবিঃ এন আমিন রাসেল
                                            
                                                বরিশাল বিভাগীয় সমাবেশে বিএনপির মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম সহ অতিথিরবৃন্দ। ছবিঃ এন আমিন রাসেল
                                            
                                        
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, বরিশাল থেকে আন্দোলনের শুরু করেছি। অতি সত্ত্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের জন্য আমরা প্রস্তুত রয়েছি।
শুধু মাত্র মানববন্ধন এবং সভা করে অবরুদ্ধে গণতন্ত্রের মুক্তি সম্ভব নয়। গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন রাজনীতির সিস্টিম চেঞ্জ করতে হবে।
তিনি বলেন, রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই। রাজনীতি চলে গেছে সরকারি আমলাদের কাছে। আমলাদের খুশি করতেই বাজেট করা হয়েছে।
জণগনের মধ্যে আজ বড় হতাশা তাদের ভোটাধিকার নেই। জণগনের ভোটের দায়িত্ব দিতে হবে। জণগেনের ভোটের দায়িত্ব রাজনীতিবিদদেরকেই দিতে হবে।