খুলনা-গাজীপুর সিটি নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী মজিবর রহমান সরওয়ার। বরিশাল সিটি নির্বাচনে বিএনপির জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে তিনি বলেছেন, ‘এ বিজয় হবে গণতন্ত্র উদ্ধারের।
সেজন্য বরিশালে গাজীপুর ও খুলনার মতো কারচুপির নির্বাচন হতে দেবো না। এ ব্যাপারে ৩০ জুলাই প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবকরা সতর্ক থাকবেন বলে আশা করছি।’
শুক্রবার (৬ জুলাই) বিকালে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় মজিবর রহমান সরওয়ারের বাসভবনে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সম্পাদকসহ কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ১০ জুলাই নির্বাচনের প্রতীক বরাদ্দের পর নির্বাচনি কাজগুলো ভাগ করে ঐক্যবদ্ধভাবে করতে হবে। নির্বাচনের দিন তরুণ প্রজন্মের ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার ব্যাপারে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের কাজ করতে হবে।’
মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে সভায় মহানগর ও জেলা ও বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সম্পাদকসহ নেতাকর্মীরা অংশ নেন।