খুব দ্রুত ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণকাজ শুরু: ভোলায় বাণিজ্যমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যথাসময়ে বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (০১ মে) দুপুরে ভোলা জেলা শ্রমিক লীগ আয়োজিত মে দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, শ্রমিকদের শ্রমে দেশের উন্নয়ন হচ্ছে। গ্রামীণ অর্থনীতির উন্নয়নেও শ্রমজীবী মানুষের অবদান রয়েছে। তাই শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করতে হবে।

তিনি বলেন, সব দলের অংশগ্রহণের মধ্য দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা অতীতে নির্বাচনে অংশগ্রহণ করেনি তারা ভুল করেছে। এখন তারা তাদের সেই ভুল বুঝতে পেরেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন- নির্বাচনের আগে ভোলার একটি রাস্তাও কাঁচা থাকবে না। খুব দ্রুত ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণকাজ শুরু হবে। সেই কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

জেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহামুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম প্রমুখ।