খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে পাঁচ আইনজীবী

লেখক:
প্রকাশ: ৭ years ago

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে গেছেন তার মামলার ৫ আইনজীবী। তারা হলেন- খন্দকার মাহবুব হোসেন, আব্দুর রেজ্জাক খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

শনিবার বিকেল ৪টা ৫ মিনিটে তারা কারাগারে ভেতরে ঢোকার অনুমতি পান বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি বলেন, ‘তারা ম্যাডামের সঙ্গে আইনি বিষয় নিয়ে আলাপ-আলোচনা করতে কারাগারে গেছেন।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকেই নাজিম উদ্দিন রোডের পাশে অবস্থিত পুরনো কারাগারে রাখা হয় তাকে।