 
                                            
                                                                                            
                                        
দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ মে) সদর উপজেলা মিলনায়তনে ৩০ শিক্ষার্থীর হাতে বাই সাইকেলের চাবি তুলে দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
একই সঙ্গে তিনি বিভিন্ন শ্রেণিতে অধ্যায়নরত ১৭৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে সাত লাখ ৮০ হাজার টাকার শিক্ষা বৃত্তি তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতুর্জা আল মুঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার চেয়ারম্যান ইমদাদ সরকারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সাইকেল পেয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী চিন্তমণি হাসদা বলেন, বাবার আর্থিক অবস্থা বুঝে সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার ইচ্ছটা বিসর্জন দিয়েছিলাম। প্রধানমন্ত্রী দেওয়া সাইকেল পেয়ে আমার সেই ইচেছ পুরণ হলো। আমি সাইকেল নিয়ে স্কুলে যাব। এ আনন্দ আপনাদের বলে বোঝাতে পারব না।