 
                                            
                                                                                            
                                        
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অচল হয়ে পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)। ক্লাস-পরীক্ষা বর্জন করে শাবির প্রধান ফটকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিলে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহনব্যবস্থা।
বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান শুরু করেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ৭টার দিকে শাবির মূল ফটকে কোটা সংস্কারের দাবিতে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
প্রথমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের দুই পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সকাল ৯টার দিকে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়লে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে করে বন্ধ হয়ে যায় শিক্ষক ও শিক্ষার্থী পরিবহনকারী বাস চলাচল।
সকাল সাড়ে ১০টার দিকে শাবি প্রক্টর জহীর উদ্দিন আহমেদ আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে আন্দোলনকে যৌক্তিক বলে সমর্থন করেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সবসময় পাশে ছিল এবং আগামীতেও থাকবে মন্তব্য করে তিনি শিক্ষার্থীদের কাছে আন্দোলন অহিংস রাখার আহ্বান জানান।
এর আগে দেশজুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থন জানান শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে ভাঙচুর ও শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।