 
                                            
                                                                                            
                                        
কুষ্টিয়ার গড়াই নদীর খনন প্রকল্প পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জনাব কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে আটায় সরকারি সফরে যশোর বিমান বন্দরে পৌঁছান প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রর সাথে যশোর বিমানবন্দরে মাননীয় প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন সাবেক সচিব এন আই খান।
এসময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারন সম্পাদক সার্কিট হাউসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি এবং শাহবাজপুর ইউনিয়নের হৈবতপুরে ভৈরব নদীর খনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন।