জম্মু-কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা ফিরিয়ে নেওয়ার ঘটনাকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মরগান ওরতেগাস এক বিবৃতিতে এ মন্তব্য করেন বলে ডনের প্রতিবেদনে বলা হয়।
মরগান বলেন, জম্মু-কাশ্মীরে যা হচ্ছে তা নিবিড়ভাবে নজরে রাখছি আমরা। জম্মু ও কাশ্মীরকে ভাগ করা ও তাদের সাংবিধানিক অধিকার বিলোপ করার বিষয়টি নজরে রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ভারত সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপকে কঠোরভাবে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করা হয়েছে। আমরা এটা অবগত হয়েছি এবং এ বিষয়টি নজরে রাখছি।
জম্মু-কাশ্মীরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মরগান। তিনি সীমান্তে সব পক্ষকে শান্তি রক্ষার আহ্বান জানান।
সোমবার ভারতের রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানের ৩৭০ ধারা বাতিলের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ৭০ বছরের বিশেষ মর্যাদা বাতিল করে নরেন্দ্র মোদির সরকার। সংবিধানের এই ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরকে ভেঙে দুই ভাগ করা হয়।
৩৭০ ধারার ফলে অনেক ক্ষেত্রেই স্বায়ত্তশাসিত ছিল জম্মু-কাশ্মীর। নিজস্ব সংবিধান, আলাদা পতাকা ও স্বতন্ত্র আইন বানানোর অধিকার ছিল ওই অঞ্চলের বাসিন্দাদের। তবে ৩৭০ ধারা বাতিলের ফলে এখন থেকে জম্মু-কাশ্মীরের পরিচিতি হবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে।