 
                                            
                                                                                            
                                        
কাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে অংশ নেবেন জাতীয় ঐক্যফ্রন্টের ১১ জন নেতা। ঐক্যফ্রন্টের পক্ষে সংলাপে নেতৃত্ব দেবেন জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
আজ মঙ্গলবার রাতে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সংলাপে ঐক্যফ্রন্টের প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন জাসদের (জেএসডি) সভাপতি আ স ম রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও এস এম আকরাম এবং সুলতান মনসুর।
ঐক্যফ্রন্টের নেতারা ঘোষণা দিয়েছেন কালকের সংলাপের তাদের দাবি মানা না হলে আন্দোলন শুরু করবে এই জোট।
গত ১ নভেম্বর এই জোটের সঙ্গে প্রধানমন্ত্রী প্রথম দফা সংলাপ করেন।