 
                                            
                                                                                            
                                        
কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসর শুরু হচ্ছে ৮ মে। এবারের উৎসবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ছবি ‘পোড়ামন ২’। ছবিটির প্রথম প্রদর্শনী হতে যাচ্ছে এবারের কান চলচ্চিত্র উৎসবে।
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিডিমডিয়া সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশে মুক্তি পাওয়ার আগেই কানে প্রদর্শিত হতে যাচ্ছে ছবিটি।
ইতোমধ্যে ছবিটির ইংরেজি টাইটেল রাখা হয়েছে ‘হেল অ্যান্ড হেভেন’। ১৩ মে ফ্রান্স সময় বেলা সাড়ে ৩টায় কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে প্রদর্শিত হবে ছবিটি। এর আগেও এখানে বাংলাদেশের কয়েকটি ছবি প্রদর্শিত হয়েছে। এই প্লাটফর্মে ‘অজ্ঞাতনামা’ ও ‘নিঃস্বার্থ ভালোবাসা’ প্রদর্শিত হয়েছে।
‘পোড়ামন ২’ ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটছে টিভি পর্দার প্রিয়মুখ সিয়ামের। তার বিপরীতে রয়েছেন পূজা চেরি।