 
                                            
                                                                                            
                                        
‘পুলিশ-শিক্ষার্থী সেতুবন্ধন, গড়বে সুন্দর শিক্ষাঙ্গন’ এ মূলমন্ত্র নিয়ে বরিশালের কাজিরহাটে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কার্যক্রমের যাত্রা শুরু হল । মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কাজিরহাট থানাধীন উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয়ে ও দুপুর সাড়ে ১২টায় একতা ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম)।
এসময় ডিআইজি শফিকুল ইসলাম মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর ভূমিকা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
এসব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। মতবিনিময় সভায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।