#

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর কলেজ রোড কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ৫৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ ঘটিকায় কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।বরিশাল সিটি কর্পোরেশন এর ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি আলহাজ্ব জিয়াউর রহমান বিপ্লব এর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ্ মোঃ রফিকুল ইসলাম, বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা ও বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম ইটালি শহিদ, বরিশাল সিটি কর্পোরেশন এর ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ সহ শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। খেলা শেষে অংশগ্রহণ কারী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন