 
                                            
                                                                                            
                                        
ভোলা জেলার সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার তিনি এ তথ্য নিশ্চিত করেন। গতকাল সোমবার করোনা টেস্টে তার রিপোর্ট পজেটিভ আসে।
ভোলা জেলায় বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় একজন করোনা আক্রান্ত হয়েছে। এই সপ্তাহে মোট তিনজন করোনা আক্রান্ত হয়। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ২৪ জন করেনায় আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় অর্ধশত।
দীর্ঘ বিরতীর পর করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেকটাই চিন্তিত মানুষ। তবে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনা ইউনিট প্রস্তত রয়েছে। এদিকে, চিকিৎকরা রোগ নিয়ন্ত্রণে জনসাধারণকে সতর্ক থাকার আহব্বান জানিয়েছেন।