ভোলায় বেড়েই চলছে করোনা (কোভিট-১৯) রোগীর সংখ্যা। দিন যত বাড়ছে তার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যাও।
জেলায় ১০ জন আক্রান্ত হওয়ার পর। শনিবার রাতে এক ব্যাংক কর্মকর্তাসহ নতুন আরো ৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
যার মধ্যে ভোলা সদর উপজেলায় ৪ জন ও মনপুরা উপজেলায় ২ জন। এর আগে গত বৃহস্পতিবার এদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।
জেলা সিভিল সার্জন রতন কুমার ঢালি জানান, সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে কাজী ফার্ম ইন্ডাস্ট্রিজে কর্মরত রয়েছে ২ জন, সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় একজন ও অন্য একজন যুগীরঘোল এলাকার এক ব্যাংক কর্মকর্তা রয়েছেন।
অপরদিকে মনপুরার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ জানান, মনপুরায় আক্রান্তদের মধ্যে একজন দক্ষিণ সাকুচিয়া ও অপরজন হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা।