বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খানের হাত ধরে বলিউডে পা রাখা এ অভিনেত্রীকে বর্তমানে বড় পর্দায় তেমন দেখা যায় না। বিয়ের পর থেকে পরিবারেই মনোযোগী তিনি।
প্রথম দিকে এক্সপ্রেশন নিয়ে বলিউডে কটাক্ষের শিকার হতে হয় ক্যাটরিনাকে। তবে, সময়ের সঙ্গে নিজেকে ঝালিয়ে নেন তিনি। নিজেকে পরিণত করে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন ক্যাটরিনা। ৪২ বছরে পা রাখা ক্যাটরিনা এখন বলিউডের সফল অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও সফল ক্যাটরিনা। ২০১৮ সালে ‘নাইকা’ নামে একটি একটি রিটেল সংস্থায় ২ দশমিক শূন্য ৪ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন তিনি। ২০২১ সালে গিয়ে যা দাঁড়ায় ২২ কোটি রুপিতে।
ছোটকাল থেকেই প্রসাধনীর প্রতি ঝোঁক ছিল এ বলিউড অভেনেত্রীর। তাই তো প্রসাধনী ব্যবসায় নেমেছেন তিনি। অভিনয়ের মতো এ ব্যবসায়ে সফল ক্যাট। এ অভিনেত্রীর প্রসাধনী ব্র্যান্ডের নাম ‘কে বিউটি’।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ২০১৯ সালে কে বিউটির যাত্রা শুরু হয়। মাত্র ছয় বছরের মধ্যে ব্র্যান্ডটি মানুষের মনে জায়গা করে নিয়েছে। ২০২৫ সালের এ পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি কসমেটিক পণ্য বিক্রি করেছে ক্যাটের কে বিউটি। বছরটিতে ২৪০ কোটি রুপি আয় করেছে কোম্পানিটি।
অভিনয় ও ব্যবসায় সফল ক্যাটরিনার ভারতসহ বিভিন্ন দেশে সম্পদ রয়েছে। মুম্বাইয়ের আন্ধেরিতে ১৭ কোটি রুপির অ্যাপার্টমেন্ট রয়েছে। ভিকি কৌশলের সঙ্গে বিয়ের আগে ওই অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি। ক্যাটরিনার লন্ডনে রয়েছে ৭ দশমিক ২ কোটি রুপির একটি বাড়ি। বর্তমানে স্বামী ভিকির সঙ্গে মুম্বাইয়ের জুহুর একটি ফ্ল্যাটে থাকছেন ক্যাট।
এ বলিউড অভিনেত্রীর বিলাসবহুল গাড়ি রয়েছে বেশ কয়েকটি। এর মধ্যে রয়েছে র্যাঞ্জ রোবার ভোগ এলডব্লিউবি মডেলের গাড়ি, যার মূল ২ দশমিক ৩৭ কোটি রুপি। এছাড়া ৬৬ লাখ রুপি মূল্যের মার্সিডিজি ও এক কোটি রুপি মূল্যের অডি কিউ৭ রয়েছে তার।
সব মিলিয়ে বর্তমানে ক্যাটরিনা কাইফের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬৩ কোটি রুপি। এর মধ্যে রয়েছে তার অভিনয়ের পারিশ্রমিক, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং প্রসাধনী ব্যবসার আয়।